নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে অজ্ঞান অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে।
শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, ওই নারী অনেকক্ষণ যাবৎ অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল। কেউ তাকে উদ্ধার করেনি। বিষয়টি আমাদের নজরে আসায় আমরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তবে, ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হতে পারেন। উদ্ধার হওয়া ব্যক্তির নাম সালমা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বাসিন্দা।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত বিএনপির কয়েকজন নেতা-কর্মী দাবি করেছেন, ওই নারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর খুঁজে দেখার চেষ্টা করেছিলেন। তারা জানান, নারীটি বলছিলেন, এখানে জিয়াউর রহমানের লাশ নেই।
এছাড়া সোহাগ নামে এক প্রতক্ষ্যদর্শী জানান, ওই মহিলা সকাল থেকেই জিয়া উদ্যানের আশেপাশে অবস্থান করছিলেন। তিনি কবরের বাউন্ডারির পাশে মাটির টিলার ওপর এক কোনায় মাটি খুঁড়ে গর্ত করছিলেন। এসময় কিছু বিএনপির নেতা-কর্মী এবং আশেপাশের লোকজন তাকে ঘিরে ধরে এবং মারধর করে। এই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান। পরে আশেপাশের লোকজন পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
একেএস/এফএ