images

জাতীয়

‎পুরান ঢাকার সন্ত্রাসী আলাউদ্দিনের বাসায় অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

‎রাজধানীর পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

‎রোববার (৩১ আগস্ট) ভোর ৪টায় কোতোয়ালি এলাকার শহীদ হাসান আলী লেনের একটি বাসায় যৌথ বাহিনী এ অভিযান চালায়।

‎সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতয়ালী এলাকার শহীদ হাসান আলী লেনে সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে আলাউদ্দিন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নাজমা বেগম, সুমন, শাওন ও সাগর নামে চারজনকে আটক করা হয়।

‎অভিযানে বিপুল অস্ত্র ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ৯ মি.মি. বেরেটা পিস্তল, একটি ২২ এলআর পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল ও চারটি দেশীয় ছুরি। এছাড়া বোমা তৈরির সরঞ্জাম হিসেবে একটি স্প্লিন্টার বক্স, তিনটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন, চারটি জাতীয় পরিচয়পত্র এবং দুটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। গ্রেফতার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে ডিএমপির কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একেএস/এএস