নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৫, ০৩:০৭ পিএম
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার বাতিল হওয়া বৈঠকটি আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
রোববার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনেন জন্য বৈঠকটি স্থগিত করা হয়েছিল।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে গত বৃহস্পতিবার দুপুর ২টায় মার্কিন রাষ্ট্রদূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এ্যান জ্যাকবসন এর বৈঠক ছিল।
এমএইচএইচ/জেবি