images

জাতীয়

সীমানা পুনর্নির্ধারণ: পাঁচ অঞ্চলের ২৬২টি দাবি-আপত্তির শুনানি

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫, ০৮:১৫ এএম

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শেষ দিনে আজ পাঁচ অঞ্চলের ১৮টি আসনের ২৬২টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানির কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবে।

ইসি কর্মকর্তা বলেন, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রংপুরের অঞ্চলের ৪ আসন (১ পঞ্চগড়-১, ২ পঞ্চগড়-২, ১৯ রংপুর-১ ও ২৮ কুড়িগ্রাম-৪) এবং রাজশাহী অঞ্চলের ৪ আসনের (৬৩ সিরাজগঞ্জ-২, ৬৬ সিরাজগঞ্জ-৫, ৬৭ সিরাজগঞ্জ-৬ ও ৬৮ পাবনা-১) শুনানি করা হবে।

তিনি আরও বলেন, দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ময়মনসিংহ অঞ্চলের ৩ আসন (১৩৪ টাঙ্গাইল-৬, ১৩৮ জামালপুর-২ ও ১৬১ কিশোরগঞ্জ-১) সিলেট অঞ্চলের ১টি আসন (২২৯ সিলেট-১) এবং ফরিদপুর অঞ্চলের ৬ আসনের (২১১ ফরিদপুর-১, ২১৪ ফরিদপুর-৪, ২১৯ মাদারীপুর-২, ২২০ মাদারীপুর-৩ ২২২ শরীয়তপুর-২ ও ২২৩ শরীয়তপুর-৩) দাবি-আপত্তির বিষয়ে শুনানি গ্রহণ করা হবে।

তিনি বলেন, রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের দু’টি দাবি আপত্তির শুনানি হবে। শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।

এছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৯টি আসনে। এগুলো হলো-পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন। ইসির প্রকাশিত ওই খসড়ার তালিকার ওপর গত ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বানও করা হয়।

আগে বাগেরহাট-১ মোল্লারহাট-ফকিরহাট-চিতালমারি; বাগেরহাট-২ বাগেরহাট সদর এবং কচুয়া; বাগেরহাট-৩ রামপাল এবং মোংলা, বাগেরহাট-৪ মোড়েলগঞ্জ এবং সরণখোলা; এই চারটি আসন ছিল বাগেরহাটে।

খসড়ায় বাগেরহাট-১ আসনে কোনো পরিবর্তন আনা হয়নি। বাগেরহাট সদর, কচুয়া, রামপাল নিয়ে বাগেরহাট-২ আসন এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন প্রস্তাব করা হয়েছে।

আবেদন শুনানি শেষে তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

এমএইচএইচ/এএস