নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৫, ০৪:২৫ এএম
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর মাধ্যমে আনা চোরাচালানের ৭৬ ভরি স্বর্ণ জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এসময় স্বর্ণ চোরাচালান চক্রের তিনজনকে আটক করা হয়।
রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করেছে এপিবিএন। পরে রাতে এপিবিএনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এপিবিএন জানায়, সকাল ৯টা ২০ মিনিটে বহির্গমন ও আগমনি টার্মিনালের গোলচত্বরে তল্লাশির সময় সালেহ ফয়সাল নামে এক যাত্রীর কাছ থেকে ২৯৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
এর একঘণ্টা পর (১০টা ২০ মি.) ২ নম্বর আগমনি টার্মিনালে মাসুম রানা নামের আরেকজনের কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
দুপুরে (১টা ৪৫ মিনিটে) একই টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা। এ ঘটনায় ফয়সাল ও মাসুম রানার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দু’টি মামলা হয়েছে বিমানবন্দর থানায়।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে আমরা কঠোর অবস্থানে আছি। স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চলবে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পেরেছে, তারা বিভিন্ন দেশ থেকে যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে আনতো। দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে রিসিভার হিসেবে কাজ করছে তারা।
/এএস