images

জাতীয়

‘শেখ হাসিনাকে ফের জয়যুক্ত করতে মানুষ উদগ্রীব হয়ে আছে’

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২২, ১১:০৯ এএম

নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের মানুষ আবারও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করার জন্য উদগ্রীব হয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সমাবেশস্থল পৌঁছে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। যত দিন শেখ হাসিনা ততদিন আলোকিত বাংলাদেশ। কাজেই নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে বসে আছে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করার জন্য।’

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি শুধু পদ্মা সেতু না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সম্ভাবনার বাংলাদেশ তৈরি করে দিয়েছেন, আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, এটার জন্য তিনি যুগ যুগ বেঁচে থাকবেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আমি মনে করি শেখ হাসিনা যে সম্ভাবনাময় বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছেন, সেজন্য তিনি যুগযুগ ধরে বেঁচে থাকবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশের মানুষ দেখেছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব। বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। আর তার কন্যার ডাকে যে অর্থনৈতিক মুক্তি হচ্ছে, সেটারই আজ (পদ্মা সেতু) উজ্জ্বল দৃষ্টান্ত।’

কারই/এমআর