জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম
রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশের এডিসি সুমন রেজা এখনো চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে তার দুই হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ছিনতাইকারী।
কী ঘটেছিল সেদিন? ঢাকা মেইলকে তা জানিয়েছেন ভুক্তভোগী সুমন রেজা নিজেই।
রাষ্ট্রপতির বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত এই উপ-পুলিশ কমিশনার বলেন, ‘আমি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আমাদের গাড়িতে করে ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে আসছিলাম। গাড়িটা কারওয়ান বাজারের মেট্রোরেলের পূর্ব দিকের লিফটের পাশে এসে সবেমাত্র দাঁড়িয়েছে। ঠিক সে সময় দেখলাম, এক পুলিশ সদস্য ও আরেক সাধারণ পাবলিক মিলে এক ব্যক্তিকে ধাওয়া দিচ্ছে।
সুমন রেজা জানান, তখন সেই ব্যক্তি দৌড়ে আমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনতাইকারী সন্দেহে আমি গাড়ি থেকে নেমে যাই। এরপর ওই ব্যক্তিকে জাপটে ধরি। কিন্তু তার হাতে ছোট ছুরি ছিল খেয়াল করিনি। মুহূর্তেই ওই ছিনতাইকারী আমার হাতে ছুরি দিয়ে স্টেপ করতে থাকে। আমার হাত রক্তাক্ত হয়ে যায়। হাতের রক্ত টপটপ করে পড়ছিল। পরে আর আমি তাকে ধরতে পারলাম না, ছুটে চলে গেল।
পুলিশের এই কর্মকর্তা ঢাকা মেইলকে আরও বলেন, ‘এ ঘটনার পর আমি সেখান থেকে চলে আসি। রাতে তেজগাঁও থানা পুলিশ আমাকে জানায় যে, সেই ছিনতাইকারীকে তারা গ্রেফতার করেছে।’
এডিসি সুমন রেজা মনে করেন, এ ঘটনায় মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছেন তিনি। ছিনতাইকারীর চুরি পেট অথবা উরুর মতো জায়গায় লাগলে হয়তো বড় কিছু ঘটে যেতে পারতো। কিন্তু সেটি ঘটেনি।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডান হাতে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন সুমন রেজা। যেটা বেশি ক্ষতের সৃষ্টি করেছে। মঙ্গলবার সকাল থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনার পর ডিএমপির পক্ষ থেকে বুধবার (১৩ আগস্ট) রাতে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন সুমন রেজা। মঙ্গলবার সকালে সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে একজন ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তিনি তার দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রতিটি সদস্য প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করছেন। এডিসি সুমন রেজার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সকলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করে তেজগাঁও বিভাগ।
এমআইকে/এএইচ