নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২২, ০৮:৫৭ পিএম
প্রমত্তা পদ্মার বুকে নির্মিত সেতুকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগের উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে মার্কিন দূতাবাসের জারি করা একটি মিডিয়া নোটে বলা হয়েছে, ‘পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে, বাণিজ্য বৃদ্ধি করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে।’
বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জনগণ এবং পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন অবকাঠামো তৈরি করা গুরুত্বপূর্ণ বলে এখানে যুক্তরাষ্ট্র মনে করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার দেশের দীর্ঘতম সেতুটি উদ্বোধন করবেন। এর মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ।
এমআর