images

জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে বর্ণিল সাজে হাতিরঝিল

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন ২০২২, ০৫:১৩ পিএম

রাত পোহালেই উদ্বোধন করা হবে স্বপ্নের পদ্মা সেতু। দেশের দীর্ঘতম সেতুটির উদ্বোধনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর হাতিরঝিল লেক। সেতু বিভাগের আয়োজনে ঝিলটিতে নানা রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড শোভা পাচ্ছে। পদ্মা সেতু নিয়ে রয়েছে নানা লেখা। এলইডির আলোয় ছেয়ে গেছে পুরো হাতিরঝিল। বর্ণিল এমন আয়োজনে নতুন রূপ পেয়েছে রাজধানীর অন্যতম এই স্থানটি।

শুক্রবার (২৪ জুন) হাতিরঝিলের মধুবাগ, মেরুল, এফডিসি অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাতিরঝিলের নতুন রূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঘুরতে আসা লোকজন।

hatirzheel-1

মিরপুর থেকে সন্তান হামিমকে নিয়ে এসেছেন সালমা-রবিন দম্পতি। ঢাকা মেইলকে সালমা বলেন, ‘ঢাকায় খুব একটা বের হওয়ার সুযোগ হয়ে উঠে না। আজ এসে এসে ভীষণ ভালো লেগেছে। ওয়াটার টেক্সিতে চড়েছি। হাতিরঝিল সবসময় সুন্দর। তবে বাড়তি সাজ চমৎকার লাগছে।’

হঠাৎ এমন বর্ণিল সাজ দেখে হাতিরঝিলে বেড়েছে হকারদের উপস্থিতি। সোহেল নামে এক বেলুন বিক্রেতা বলেন, টিভিতে দেখাচ্ছে হাতিরঝিল। অনেকেই ঘুরতে এসেছেন। একটু বেশি বিক্রির আশায় এসেছি।

hatirzheel-2রাজিবুল নামে একজন বলেন, ‘আগামীকাল স্বপ্নের সেতুর উদ্বোধন হবে। এজন্য হাতিরঝিলকে সাজানো হবে সেটা আগেই জেনেছি। কীভাবে হাতিরঝিলকে সাজানো হয়েছে সেটা দেখার জন্য এসেছি। এখনকার নতুন রূপ দেখে অনেক ভালো লাগছে।’

আগামীকাল পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য দেবেন সরকারপ্রধান। এ উপলক্ষ্যে ওই এলাকায় ১০ লাখ মানুষের জমায়েত করার পরিকল্পনা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

hatirzheel-4

পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশে একযোগে দেখানোর ব্যবস্থা করতে ১ জুন সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

ডিএইচডি/এমআর