images

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে অভিযানে ১৭ জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে দুই এলাকার থানা পুলিশ।

মঙ্গলবার (৬ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে ১২ জন এবং আদাবর থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয় বলে দুই থানা সূত্র জানায়। 

মোহাম্মদপুর থেকে গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান (২৫), পলাশ (২৩), রানা সরকার (২৫), ইমন (২৪), ইসমাইল (২০), সাব্বির (২২), মোহাম্মদ আলী (২৯), ইশতিয়াক (২৪), আসিফ (২৪), জসীম উদ্দিন (২৫), সাইদুর (৪৪) ও নয়ন ইব্রহিম খলিল (১৯)। 

Adabor
আদাবর থেকে গ্রেফতারকৃত পাঁচজন। ছবি- ঢাকা মেইল

এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

অন্যদিকে আদাবর থেকে গ্রেফতারকৃত পাঁচজন হলেন- নয়ন (১৯), ওসমান ওরফে রুবেল (২০), হাসান (১৯), সজিব (১৮) ও রাসেল (২৭)।

উভয় থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এএইচ