images

জাতীয়

কনসার্ট স্থলে ঢোকা নিয়ে হাতাহাতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্টের পেছনের গেট দিয়ে ভেতরে ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের সহায়তাকারী ছাত্র এবং স্বেচ্ছাসেবক দলের মধ্যে 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এমন ঘটনা ঘটে। 

ছাত্র ট্রাফিক সদস্যদের সমন্বয়কারী হামিম মুন্না জানান, কনসার্টকে কেন্দ্র করে তারা ১৪০ জন তেজগাঁও এলাকায় দায়িত্ব পালন করছেন। তাদের ১০-১২ জনের একটি টিম বিকেল সাড়ে ৪টার দিকে মঞ্চের পেছনের গেট দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদেরকে বাধা দেয় কিছু ছাত্র নামধারী স্বেচ্ছাসেবক। এ সময় তাদের একজনকে গায়ে হাত তোলা হয়। এ নিয়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর তারা অভিমান করে সেখান থেকে সরে আসেন। 

ট্রাফিকের সহায়তাকারী সদস্য সিয়াম বলেন,  আমরা ভেতরে তো কনসার্ট দেখার জন্য যেতে চাইনি। আমরা ভেতরে ঢুকে বিশৃঙ্খলা ঠিক করে দিয়ে আবারো বের হয়ে আসতাম। কিন্তু তারা কারা বাধা দেয়ার? আমরা পুলিশের সঙ্গে কাজ করি, আমরা ভেতরে ঢুকতে পারব না! 

তবে এ ঘটনায় কনসার্টের মঞ্চের পেছনে দায়িত্ব পালনকারী কয়েকজন স্বেচ্ছাসেবক বলেন, তারা বিএনপি ট্রাফিকের সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করে। তাদের একজন এসে এখানে ঢোকার চেষ্টা করেছিল আমরা বাধা দিয়েছি। এ সময় তাদের একজন আমাদের এক সদস্যকে লাথি মারে। লাঠির শিকার ব্যক্তি ও উল্টো আরেকটি লাথি মেরে তাকে আঘাত করে। এ নিয়ে উত্তেজনা বাড়ে। 

প্রায় আধা ঘণ্টা দুই পক্ষের তর্ক বিতর্ক এবং হাতে হাতির ঘটনা ঘটে। পুলিশ ও র‍্যাবের সদস্যরা। র‍্যাব সদস্য ওয়ালিউল জানান, ভেতরে ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝামেলা হয়েছিল। বিষয়টি আমরা তাদের কাছে শুনেছি। 

এমআইকে/এআর