নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৫, ০৭:৪৯ এএম
আজ ৫ আগস্ট, ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। দিনটি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ড্রোন শো অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি আয়োজনে থাকছে ব্যাপক জনসমাগম। ফলে যানজট এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকার আশপাশের বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলবে অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘোষণাপত্র পাঠ, ড্রোন শো ও ব্যান্ড পরিবেশনায় থাকবে ভিন্নধর্মী আয়োজন।
যেসব সড়কে নিয়ন্ত্রণ, যেসব পথে বিকল্প ব্যবস্থা
ডিএমপি জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এজন্য নগরবাসী ও চালকদের বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
আড়ং ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত):
উত্তর দিক বা মোহাম্মদপুর থেকে খেজুর বাগান/ফার্মগেটগামী যানবাহন আড়ং ক্রসিংয়ে বামে না গিয়ে সোজা ধানমন্ডি ২৭ হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করবে।
দক্ষিণ দিক (সায়েন্সল্যাব দিক থেকে) থেকে খেজুর বাগানগামী যানবাহন আড়ং ক্রসিংয়ে ডানে না গিয়ে সোজা উত্তরে গিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে চলবে।
খেজুর বাগান ক্রসিং (পূর্ব প্রান্ত):
এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে সোজা না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড ঘুরে ধানমন্ডি যাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধানমন্ডি বা মোহাম্মদপুরগামী গাড়িগুলোকে ফার্মগেট র্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
ফার্মগেট ক্রসিং:
ফার্মগেট থেকে খেজুর বাগান/মানিক মিয়া অ্যাভিনিউ/মিরপুরগামী যানবাহন সোজা বিজয় সরণি গিয়ে বামে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং বা লেক রোড ব্যবহার করবে।
গণভবন ক্রসিং:
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁওগামী যানবাহন গণভবন ক্রসিংয়ে সোজা না গিয়ে বামে মোড় নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে যাবে।
আসাদগেট হয়ে খেজুর বাগান বা ফার্মগেটগামী যানবাহন আসাদগেট ক্রসিংয়ে ডানে না গিয়ে বামে ঘুরে গণভবন ক্রসিং হয়ে বিকল্প পথে চলবে।
সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক (আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত):
মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহনকে এই সড়কটি ব্যবহার করে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
পার্কিং নির্দেশনা:
যারা অনুষ্ঠানস্থলে নিজস্ব বা ভাড়া করা যানবাহনে আসবেন, তাদের জন্য আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং সুবিধা রাখা হয়েছে।
জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ ঘিরে সম্ভাব্য যানজট এড়াতে, ডিএমপি সবাইকে সচেতনভাবে বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে।
নগরবাসীর সহযোগিতায় এই বিশেষ দিনের অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই আয়োজনের মূল অনুষ্ঠানে থাকবে— ১১টা–৪টা ৪৫ মিনিট: সাংস্কৃতিক পরিবেশনা, ২টা ২৫ মিনিট: ফ্যাসিস্ট পতনের উদযাপন, ৫টা: ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, ৭টা ৩০ মিনিট: ড্রোন শো, রাত ৮টা: আর্টসেল ব্যান্ডের পরিবেশনা।
সারা দিনের এসব আয়োজনে রাজধানী ঢাকায় বাড়তি ভিড় এবং যানজটের আশঙ্কা রয়েছে। ফলে নগরবাসীকে দায়িত্বশীল আচরণ ও ধৈর্যের সঙ্গে চলাচলের অনুরোধ করেছে ডিএমপি।
এইউ