জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশানে চাঁদাবাজির অভিযোগে পলাতক গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে। শুক্রবার (১ আগস্ট) ভোরে ওয়ারী এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়ার মামলায় পলাতক অপুকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, গত ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় যান কয়েকজন। তারা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। এ সময় সাবেক এমপির স্বামী সিদ্দিক আবু জাফরকে ভয়ভীতি দেখানো হয়। পরে তিনি গুলশান থানাকে জানান। পুলিশ দ্রুত সেখানে গিয়ে অভিযুক্তদের আটক করে।
ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন— ইব্রাহীম হোসেন মুন্না (২৪), মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১) এবং মো. আমিনুল ইসলাম (১৩)।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় অন্যতম অভিযুক্ত রিয়াদের বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে সোয়া দুই কোটি টাকার চেক ও নগদ তিন লাখ টাকা।
পুলিশ জানায়, গত এক বছর ধরে রিয়াদসহ অভিযুক্তরা বিভিন্ন ব্যবসায়ী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি করে আসছিল।
ভুক্তভোগীর অভিযোগে বলা হয়েছে, এর আগেও এক দফা চাঁদা আদায় করা হয়। সেই সময় নগদ ১০ লাখ টাকা নেওয়ার ভিডিওতে রিয়াদ ও অপুসহ আরও কয়েকজনকে দেখা গেছে। ঘটনার পরপরই নিজ নিজ সংগঠন থেকে আটক পাঁচজনের মধ্যে চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
মামলায় আরও ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা চাঁদাবাজির এই চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ। এছাড়া ঘটনার তদন্ত চলছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এমআইকে/এইউ