নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম
জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় পাচ ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে।
তাদের দাবি, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চলবে। জুলাই সনদ সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়ে ঘরে ফিরতে চাই।’এদিকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা, শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব গ্রহণ করা, আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রের বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।
বিক্ষোভকারীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা, বৃথা হতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’— এমন অনেক স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী ফাহিম আহমেদ বলেন, আমাদের দাবিসমূহ স্পষ্ট ও যৌক্তিক। এটা মানলেই আমরা চলে যাব। আর মানা না হলে আন্দোলন চলমান থাকবে।
আইয়ুব আলী নামের একজন বলেন, আমরা সাধারণ মানুষ। কাজ করি, পেট চালাই। কিন্তু রাস্তা বন্ধ থাকলে ভাড়া বেশি লাগে। এতে আমাদের ক্ষতি হয়। আর দুদিন পর পর এভাবে রাস্তা বন্ধ থাকলে আমাদের সংসার চালাতেও ঝামেলায় পড়তে হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, অবরোধের ফলে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এএসএল/এফএ