জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার বাণিজ্য আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনা মঙ্গলবার (২৯ জুলাই) থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।
তিন দিনব্যাপী এ আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও প্রতিনিধি দলে রয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান আলোচনার ধারাবাহিকতায় এবার সরকার একটি ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে। এর আগে অনুষ্ঠিত দুই দফা আলোচনায় শ্রম অধিকার, বাজার প্রবেশাধিকার, ট্যারিফ হ্রাস এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়।
বিইউ/এফএ