নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (পরে পাট মন্ত্রণালয়ে যোগদানকৃত) ধনঞ্জয় কুমার দাসকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বরখাস্তের কথা জানানো হয়।
জনপ্রশাসন সচিব বলেন, ধনঞ্জয় কুমার দাসকে গত ৩১ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক পদে বদলি করা হয়। তিনি সেখানে যোগদানের পর আবারও তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
আরও পড়ুন: স্বরাষ্ট্রের বহু ‘অপকর্মের হোতা’ সেই ধনঞ্জয় বরখাস্ত
কিন্তু জনপ্রশাসনে আর যোগদান করেননি ধনঞ্জয়। তিনি ৩ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ২(চ) অনুসারে ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত অপরাধ।
সরকারি আদেশ অমান্য করে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকায় ধনঞ্জয়ের বিরুদ্ধে তেজগাঁও থানায় ফৌজদারি মামলা রুজু হয়েছে। তাকে এ বিষয়ে নোটিশ করা হলেও তিনি কোনো জবাব না দেওয়ায় সরকারি কর্মকমিশনের সুপারিশক্রমে চাকরি থেকে বরখাস্তকরণ নামীয় গুরুদণ্ড দেওয়া হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি ধনঞ্জয়কে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেসময় তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়া এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ ওঠে।
এএইচ