জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যায় দায়েরকৃত মামলায় সাগর (৩৬) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় সাগর অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সাগরকে গ্রেফতার করে কোতয়ালী থানার একটি টিম।
গত ৯ জুলাই বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল ব্যক্তি লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করে।
এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনায় জড়িত অভিযোগে ইতোমধ্যে পুলিশ ও র্যাব ১১ জনকে গ্রেফতার করেছে। সাগরসহ মোট ১২ জনকে গ্রেফতার করো হলো।
আসামিদের মধ্যে ৯ জন হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এমআইকে/এএইচ