ঢাকা মেইল ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ০১:০৮ এএম
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কার এবং সরকারি চাকরিতে রাজনৈতিক প্রভাব ও নিয়োগ বন্ধের দাবিতে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, ‘গত ১৬ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। এখন আবারও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত করার ষড়যন্ত্র চলছে।’
তিনি বলেন, ‘সরকারি চাকরিতে রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে নিয়োগ চলতে পারে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে পরিচালনা করতে হবে।’
সমাবেশে শিক্ষার্থীরা ‘পিএসসি সংস্কার’ দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন এবং দুটি দাবি পেশ করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী সিরাজুল সালেহীন বলেন, ‘প্রথম দাবি, পিএসসিসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। দ্বিতীয় দাবি, নিয়োগে স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে।’
তিনি হুঁশিয়ারি দেন, ‘দাবি পূরণ না হলে অবরোধ ও ব্লকেডসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
প্রতিনিধি/একেবি