images

জাতীয়

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ জুলাই ২০২৫, ১১:০৯ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলা ৫টি এবং অন্যান্য ধারায় মামলা ১০টি।

সোমবার (২৮ জুলাই) রাতে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
পুলিশ সদর দফতর জানিয়েছে, চার্জশিটকৃত ৫টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর ও ১টি কুড়িগ্রাম জেলার এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ১০টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি ও পাবনা জেলার ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাসমূহ তদারক করছেন।
 
রুজুকৃত অন্যান্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।
 
এমআইকে/এফএ