images

জাতীয়

সাবেক এমপি ইলিয়াসসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম

প্রায় ৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদক জানায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদফতরের কয়েকজন সাবেক প্রকৌশলীর যোগসাজশে রাজধানীর মিরপুরের পল্লবী ঝিলপাড় এলাকার প্রায় সাত একর সরকারি জমি অবৈধভাবে দখলে রেখে দীর্ঘদিন ভাড়া তুলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু হানিফ এবং সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) মো. হারিজুর রহমান।

দুদক বলছে, দখলকৃত সরকারি জমি থেকে দীর্ঘ ১৬ বছর ধরে ভাড়া বাবদ ৩৭ কোটি ৪৪ লাখ টাকারও বেশি আদায় করেন মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। কিন্তু এই অর্থ সরকারের কোনো নির্ধারিত কোষাগারে জমা না দিয়ে তিনি ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেন। তদন্তে উঠে এসেছে, ক্ষমতার দাপট ও প্রভাব খাটিয়ে ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ওই জমির মালিকানা নিজের কাছে রেখেছিলেন এবং সরকারি কর্মকর্তারাও এতে সহযোগিতা করেন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ইলিয়াস মোল্লার বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধানের পর প্রমাণ পাওয়ার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমান মামলাটি তার বিরুদ্ধে চলমান তদন্তেরই অংশ। যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী তার এই অবৈধ কার্যকলাপে সহায়তা করেছেন, তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে।

এমআই/এফএ