নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম
চাঁদাবাজির মামলায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সুনির্দিষ্ট তথ্য থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে পিছপা হবে না বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দুদক মহাপরিচালক বলেন, চাঁদাবাজির বিষয়টি আমাদের এখতিয়ার নয়। তবে কেউ যদি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই আইনগত অনুসন্ধান করব।
সম্প্রতি আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— মো. রিয়াদ, মো. সিয়াম, মো. সাদাফ, মো. ইব্রাহীম ও মো. আমিনুল। এর মধ্যে মো. রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও দুদক আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেনি। দুদক বলছে, নির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে তখনই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/এফএ