images

জাতীয়

সাবেক এমপি বাহার ও তার কন্যার ১৭ কোটি টাকা অবরুদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ জুলাই ২০২৫, ০৬:৫০ পিএম

কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা তাহসিন বাহার সূচনার ৫৩টি অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ কোটি টাকা অবরুদ্ধ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সিআইডি’র সদর দফতর থেকে বিষয়টি জানানো হয়েছে।

সিআইডি’র মিডিয়া বিভাগ জানিয়েছে, সংঘবদ্ধভাবে প্রতারণা, জালিয়াতি, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করা হয়েছে। তারা দেশের ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা জমা রেখেছিল। যার সন্ধান পেয়ে এসব টাকা ফ্রিজ করেছে সিআইডি। গত ৮ জুলাই আদালত তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আদেশ দেন। এরপর সিআইডি সেগুলো ফ্রিজ করলো। 

এই বিষয়ে মানিলন্ডারিং আইনে দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমআইকে/এফএ