images

জাতীয়

গেন্ডারিয়ায় রেললাইনের পাশে যুবককে কুপিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ পিএম

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনের পাশে আরিফ হোসেন বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। 

পরে সকাল আটটার দিকে খবর পেয়ে বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায় তার পরিবার। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার এসআই মোহাম্মদ শাহাবুর আলম। 

তিনি জানান, আজ ভোরে গেন্ডারিয়া রেললাইনের পাশে বাবুকে কে বা কারা কুপিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন বাবু। ওখানেই পড়ে ছিলেন। এ সময় তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন নিয়ে যায় হামলাকারীরা। 

পরে খবর পেয়ে বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে ঢামেকের মর্গে রয়েছে।

এসআই আরও জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পূর্ব শত্রুতার জেরে বাবুকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এমআইকে/এএইচ