images

জাতীয়

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

গত ২৪ জুলাই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশে জানানো হয়, বিএফএর বর্তমান পরিচালনা কমিটির কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান ও নির্বাহী সচিবের মধ্যে বিরোধপূর্ণ এবং বৈরী মনোভাবপূর্ণ লিখিত বক্তব্যের কারণে এটি স্পষ্ট যে, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এমন অবস্থায় সার উৎপাদনকারী, আমদানিকারক ও ডিলারদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সরকার মনে করছে। তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বর্তমান পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট মহলে এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ এটিকে একটি অস্বস্তিকর নজির বলেও মন্তব্য করেছেন। 

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, সার ব্যবসার সঙ্গে যুক্তদের স্বার্থরক্ষায় এবং বিএফএর কার্যক্রমকে গঠনমূলক ও স্বচ্ছ রাখতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এমআই/এএইচ