নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৫, ০৩:৫২ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্কসহ নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন সময়ে সকল আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে লক্ষ করা গেছে, কিছু অসাধু ও উসকানিদাতা চক্র পরিকল্পিতভাবে জনগোষ্ঠীর একাংশকে উত্তেজিত করে সহিংস পরিস্থিতি তৈরি করছে। এসব সহিংসতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে, যা সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।
তিনি আরও বলেন, অনেক সময় গুজব, মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সহিংসতা ছড়ানো হচ্ছে। এ অবস্থায় সহিংসতা সৃষ্টিকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি, অপপ্রচার রোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন সময়ে সকল আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে ব্যক্তিস্বার্থ, ভোগবাদীতা ও প্রযুক্তিনির্ভর আত্মকেন্দ্রিকতায় মানুষের নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। শিক্ষা, পরিবার ও সমাজে নৈতিক শিক্ষার অভাব এই প্রবণতা বাড়াচ্ছে। ফলে লোভ, হিংসা ও প্রতারণা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন, সংস্কৃতি চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও স্বার্থান্বেষী মহল যাতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনকে কেন্দ্র করে ফ্যাসিস্ট শক্তির যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেছেন তিনি।
এমএইচএইচ/এফএ