images

জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে হচ্ছে বোর্ড গঠন 

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করা হবে। 

শনিবার (২৬ জুলাই) সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। 

তিনি জানান, বর্তমানে বার্ন ইনিস্টিউটে ৩৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৯ জন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আছে চারজন।

32

এর আগে শনিবার চিকিৎসরত অবস্থায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তারা হলো- জারিফ ও মাসুমা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে। 

গত ২১ আগস্ট দুপুরে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। মুহূর্তেই ঘটনাস্থল মৃত্যুপুরীতে পরিণত হয়। এ ঘটনা সারাদেশ নাড়িয়ে দিয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানের পাইলট তৌকিরও নিহত হয়েছেন। বাকি ৩৪ জনের মধ্যে দুজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা এবং ৩২ জন কোমলমতি শিক্ষার্থী।   

এমআর/এএইচ