নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ‘ভারত, পাকিস্তান, ভুটান, মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোতে যখন মানবাধিকার কার্যালয় নেই, তখন বাংলাদেশে এটি স্থাপনের এত আগ্রহ কেন?’
তার মতে, এই উদ্যোগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জনের সামিল।
শুক্রবার (২৫ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মনজুরুল ইসলাম বলেন, বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন কোনো দরদ বা আন্তরিকতা নয়; এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্তর্র্বতী সরকার ফ্যাসিবাদীদের বিচার না করে পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ‘খেলা’ শুরু করেছে।
বক্তারা বলেন, ব্রিটিশরা ২০০ বছর শাসন করেও বাংলাদেশকে দমন করতে পারেনি। তাই ইউনূসের ওপর ভর করে যুক্তরাষ্ট্র যদি চাপ সৃষ্টি করতে চায়, তবে প্রয়োজনে জীবন দেব, কিন্তু স্বাধীনতা বিসর্জন দেব না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহারুদ্দিন জাকারিয়া জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, গাজায় শিশু হত্যা, হাসপাতাল ও স্কুলে বোমা হামলা, ভারতের কাশ্মীরে মুসলমানদের ওপর নির্যাতন, মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা- এসব ঘটনায় জাতিসংঘ নীরব। অথচ বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের জন্য তারা এতটা তৎপর।
জাতিসংঘের মানবাধিকারের মূল দর্শন নিয়েও সমালোচনা করেন মাওলানা মনজুরুল ইসলাম।
এএসএল/এএইচ