জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েও পুলিশের কাছে গিয়ে সমাধান না পেয়ে উল্টো হয়রানির অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা। গ্রেফতারকৃতরা হলেন— ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।
তিনি বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। তাদের মধ্যে ইউসুফ ছিলেন প্রধান। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে মোবাইল ছিনতাইয়ের শিকার হন আহমাদ ওয়াদুদ নামের এক যুবক। পরে তিনি থানায় যান। কিন্তু থানার ডিউটি অফিসার তাকে তুচ্ছতাচ্ছিল্য করেন। একপর্যায়ে তিনি থানার ওসির সঙ্গে কথা বলেন। ওসি বিষয়টির সমাধান না দিয়ে তাকে নানা প্রশ্ন করেন এবং তাকে বলেন, আমি কম দামি ফোন ব্যবহার করি আর আপনি এত দামি ফোন নিয়ে ঘোরেন?
অবশেষে সেই ওসি একজন এসআইকে দায়িত্ব দেন। এসআইকে নিয়ে ঘটনাস্থলে যান ভুক্তভোগী ওয়াদুদ। এরপর সেখানে গিয়ে দেখতে পান যে, ছিনতাইকারী তখন আড্ডা দিচ্ছে। এসময় তিনি সেই এসআইকে তাদের দেখিয়ে দেন যাতে তাদের গ্রেফতার করা হয়। কিন্তু এসআই সেখানে যান এবং অন্য লোকজনের সঙ্গে কথা বলে ফেরত আসেন। সেখান থেকে আসার পর ভুক্তভোগীকে বাসায় চলে যেতে বলেন। এই বিষয়ে ফেসবুকে বিশদ একটি স্ট্যাটাস দেন আহমাদ ওয়াদুদ। এরপর বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পুলিশ প্রশাসনও বিপাকে পড়ে যায়। এরপর ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এমআইকে/এফএ