নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২২, ০৮:৫৮ পিএম
রানওয়েতে বন্যার পানি ওঠে যাওয়া চলাচল বন্ধ হয়ে যাওয়া সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আগামীকাল বৃহস্পতিবার থেকে সচল হচ্ছে। পানি কমায় বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার (২২ জুন) এই সিদ্ধান্ত নিয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় পরীক্ষামূলক চলাচল শুরু হবে। কোনো সমস্যা না হলে তখন থেকে স্বাভাবিকভাবে চলবে।
গত সোমবার (২০ জুন) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছিলেন, বিমানবন্দরের নিরাপত্তার ঝুঁকি না থাকলে শিগগির বিমান চলাচল স্বাভাবিক হবে।
বন্যার কারণে রানওয়ে সংলগ্ন এপ্রোচ লাইট এলাকায় পানি উঠে যাওয়ার কারণে গত ১৭ জুন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের পাশাপাশি সিলেট-লন্ডন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হয় এই বিমানবন্দর থেকে।
জেবি