images

জাতীয়

বিমান বিধ্বস্ত: রক্ত দিতে আসছেন হিজড়ারাও

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। তাদের জন্য রক্তের প্রয়োজন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রক্ত দিতে এগিয়ে আসছেন। এবার রক্ত দিতে এগিয়ে এসেছেন হিজড়া জনগোষ্ঠীর সদস্যরাও।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে হিজড়ারা রক্ত দিতে আসতে থাকেন।

এসময় তাদের কয়েকজন জানান, গতকাল থেকে শুনেছি বার্ন ইনস্টিটিউটে রক্ত লাগলে। আমরা রক্ত দিতে এসেছি, রক্ত দিতে চাই। গুরু মার নির্দেশে ঢাকার বনানী, মগবাজারসহ বিভিন্ন জায়গা থেকে এসেছি। পজিটিভ এবং নেগেটিভ সবধরনের রক্ত দিতে পারবো।

জানতে চাইলে সামিয়া ইসলাম নামে একজন ঢাকা মেইলকে বলেন, মানবিক সহযোগিতায় এগিয়ে এসেছি। মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। এটি বীভৎস ঘটনা। এমন ঘটনা যেন আর না ঘটে। আহতদের সরকারের পক্ষ থেকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হোক।

মিম আক্তার ঢাকা মেইলকে বলেন, অনেক বাচ্চা মারা গেছে। আমাদের কাছেও খারাপ লেগেছে। আমরাও মানুষ। এ ঘটনা হৃদয় নাড়িয়ে দিয়েছে। আমরা প্রায় ৪০০ জন রক্ত দিতে আসছি।

এ ঘটনায় হাসপাতালে ভর্তি আছেন ১৭১ জন, নিহতের সংখ্যা ২৭। তাদের মধ্যে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এর পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে।

Biman11

শিক্ষাপ্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে। জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি, ওয়ান, টু, থ্রি— এসব শ্রেণির ক্লাস হয়। যুদ্ধবিমানটি সরাসরি ভবনে আঘাত করে। ভবনটিতে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল বলে জানা যাচ্ছে।

এছাড়া, স্কুল শাখায় তখন নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। স্কুল ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে এই দুর্ঘটনাটা ঘটেছে। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি আকাশে ১৩ মিনিটের মতো উড্ডয়ন করে বলে জানা যায়।

এসএইচ/জেবি