নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৫, ০৪:১২ এএম
বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি বলেন, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
শোকবার্তায় নিহতদের পরিবার, বন্ধু ও আহত সবার প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আরও বলেন, এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি এবং দুর্ঘটনা মোকাবিলায় কর্তৃপক্ষ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার প্রশংসা জানাই।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ জাইকার সঙ্গে যৌথভাবে প্রথম ‘পিস ফ্লাওয়ার’ রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে উল্লেখ করে নাওকি তাকাহাশি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ জাপানের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
প্রতিনিধি/ এমইউ