নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ০৯:৫৫ পিএম
বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে দগ্ধ রোগীদের রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে। পর্যাপ্ত রক্ত আছে, তবুও আগ্রহী রক্তদাতাদের কাছ থেকে আগামীকাল বার্ন ইন্সটিটিউট ও ঢাকা মেডিকেল কলেজের ফিউশান সেন্টারে রক্ত গ্রহণ করা হবে।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, সব মিলে সাতটি হাসপাতালে রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে। প্রাথমিকভাবে উত্তরার হাসপাতালগুলোতে তারা গিয়েছিল। চূড়ান্তভাবে এখন প্রধানত ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচ হাসপাতালে রোগীরা ভর্তি আছেন। এখানে (বার্ন ইন্সটিটিউট) প্রাথমিকভাবে যে রোগীরা এসেছিলেন তার মধ্যে এই মুহূর্তে ভর্তি আছেন ৪৪ জন, মৃত্যুবরণ করেছেন ৩ জন।
তিনি আরও বলেন, এখান থেকে ৪ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল, তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছে। সিএমএইচ এ এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন আছেন ২৫ জন। সব মিলিয়ে ৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন, এটা আমরা নিশ্চিত করছি। মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ১৭ জন। যদিও অনেকে এখানে ১৯-২০ জন বলছেন, কিন্তু আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা নিশ্চিত করছি না।
চিকিৎসার সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষাঙ্গিক সকল প্রস্তুতি পূর্ণ আছে। এখানে প্রায় ৯ জন আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে। আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেলে তাদের প্রয়োজনে প্রস্তুত করা আছে।
রক্তের ব্যাপারে তিনি বলেন, রক্তের প্রয়োজনীয়তা সম্বন্ধে সকল মানুষের আবেগ জড়িত। অজস্র মানুষ রক্ত দান করছেন বা আগ্রহ প্রকাশ করছেন। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে। এই হাসপাতালে যারা আহত ভাই আসছেন তাদের জন্য প্রয়োজনীয় রক্ত আছে। তারপরও আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ফিউশান সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত গ্রহণ করা হবে।
এসএইচ/এফএ