images

জাতীয়

ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে হাসপাতালে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম

অন্যান্য দিনের মতো আজও ক্লাস শেষে বাড়ি ফেরার কথা ছিলো রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের। কিন্তু তাদের বাড়ি ফেরা আর হয়নি। কারণ ছুটির সময় প্রতিষ্ঠানটির একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান।

আকস্মিক এই ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে। ইতোমধ্যে দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২১জুলাই) দুপুরে বিমান বিধ্বস্তের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা দিগ্ববিদিক ছুটোছুটি করছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে মাইলস্টোনের আশপাশের এলাকা।

বিমান বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন লেগে যাওয়ায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফলে ভবনের ভেতরে থাকা শিক্ষার্থীরা চারিদিকে কিছুই দেখতে পাচ্ছিলেন না। তবে ভিডিওতে তাদের চিৎকারের শব্দ শোনা যায়। আর বাইরে থাকা লোকজনকে পাগলের মতো ছুঁটতে দেখা যায়। অনেককে আহতদের কোলে করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যেতে দেখা গেছে। কাউকে কাউকে অটোরিকশায় করেও হাসপাতালের দিকে নিতে দেখা যায়।

আহতদের নিয়ে উত্তরার আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, বার্ন ইনস্টিটিউটসহ উত্তরার আশপাশের বেশ কিছু হাসপাতালে ঢুকছিল একের পর এক বিমান।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

বিইউ/ইএ