নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং শ্রম অধিদফতরের সাবেক পরিচালক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২০ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. আকতারুল ইসলাম।
আকতারুল ইসলাম বলেন, মামলার তথ্য অনুযায়ী সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করেন। তিনি নিজে লাভবান হয়ে অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশপ্রাপ্ত গ্রেডেশন তালিকার ৩ নম্বর ক্রমিকের শামীমা সুলতানা বারীকে কোনও কারণ ছাড়াই বাদ দেন। তার বদলে ডিপিসি কমিটির সুপারিশ ছাড়াই গ্রেডেশন তালিকার ১৬ নম্বর ক্রমিকের মিজানুর রহমানকে পদোন্নতি দেন। এই অভিযোগে দুদক কর্মকর্তা মো. আব্দুল মাজেদ বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি এই মামলা দায়ের করলে দুদক তাকেই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।
তদন্ত শেষে বেগম মন্নুজান সুফিয়ান এবং মো. মিজানুর রহমানের বিরুদ্ধে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করলে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক।
এমআই/এফএ