images

জাতীয়

কামরাঙ্গীরচরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ জুলাই ২০২৫, ০৯:০৫ পিএম

রাজধানীতে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রুবেল (৩৬) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। 

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে কামরাঙ্গীরচরের আলিনগরের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, শুক্রবার শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করেন।

শিশুটির মা গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার বিকেলে শিশুটি অভিযুক্ত রুবেলের বোনের মেয়েদের সঙ্গে খেলতে যায়। পরে অন্য সবাই খেলা শেষ হলে চলে যায়। 

খেলা শেষে শিশুটি সিঁড়ি দিয়ে বাসার নিচে নামার সময় রুবেল তাকে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে রুবেল পালিয়ে যায়। 

এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শিশুটির মা। 

শনিবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন মামলাটির তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান। 

এসআই জানান, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

এমআইকে/এএইচ