images

জাতীয়

মোহাম্মদপুরে আল আমিন হত্যা, ভোলা থেকে গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের আল আমিন হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন— মোশারফ হোসেন (২৬) ও মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)। শুক্রবার (১৮ জুলাই) রাতে তাদেরকে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মোশারফ পেশায় রিকশাচালক। তবে এর আড়ালে তিনি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং লিডার। পাশাপাশি তিনি মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেন। এর আগেও একাধিকবার তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রং মিস্ত্রি। কিন্তু মোশারফের নেতৃত্বে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত।

র‍্যাব-২ জানায়, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার চাঁদ উদ্যান এলাকায় আল আমিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

র‍্যাব-২ আরও জানায়, হত্যাকাণ্ডের সময় আল আমিন দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ আসামিরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আল আমিনের ডান পায়ের রগ কেটে দেয় এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরে নিহত আল আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। 

এমআইকে/এমএইচটি