images

জাতীয়

জামায়াতের সমাবেশ: মেট্রোর স্টেশনগুলোতে যাত্রীদের তীব্র চাপ

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই ২০২৫, ০১:৫৩ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ দুপুর ২টায় শুরু হবে। এ উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত দলের নেতাকর্মীরা আসছেন। বাস-ট্রাকে ঢাকায় প্রবেশের পর যানজটের কারণে হেঁটেই সমাবেশের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা। এছাড়া মিরপুর-১০ থেকে অনেকেই সমাবেশে যোগ দিতে মেট্রো স্টেশনে এসেছেন। এতে স্বাভাবিক দিনের তুলনায় মেট্রো স্টেশনে যাত্রীদের কয়েকগুণ চাপ বেড়েছে। 

সরেজমিনে দেখা যায়, মেট্রো স্টেশনগুলোর মধ্যে বিজয় সরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় স্টেশনে যাত্রীদের তীব্র চাপ দেখা গেছে। সবচেয়ে বেশি চাপ দেখা গেছে শাহবাগ স্টেশনে। 

সমাবেশের টিশার্ট পরা একজন জামায়াতের কর্মী বলেন, আমরা ঢাকার বাইরে থেকে বাসে আসছিলাম। কিন্তু বিজয় সরণী আসার পর আর বাস আসতে পারেনি। তাই ফার্মগেট স্টেশনে আসছি মেট্রোতে যাবো। কিন্তু স্টেশনেও অনেক ভিড়।

21

একজন সাধারণ যাত্রী বলেন, ঢাকায় কিছু দিন পর পর বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশসহ নানা প্রোগ্রাম করে। এতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভোগান্তি হয়। রাজনৈতিক দলগুলো ঢাকার একটা পাশে বা বাইরে এসব প্রোগ্রাম করলে সুবিধা হয়। একই কথা বলেন শাহবাগ ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনের একাধিক যাত্রী।  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে আজ জাতীয় সমাবেশ করবে জামায়াত। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সমাবেশে দলটির জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এএসএল/এএস