images

জাতীয়

গোপালগঞ্জের সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম

জাতীয় নাগরিক পার্টির পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দলটির নেতাদের গাড়িবহরে হামলা, প্রাণহানির ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী দুই সপ্তাহের মধ্যে বুধবার সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটির সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নসিমুল গনি। তার সঙ্গে কমিটিতে থাকবেন প্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত দুইজন সচিব।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অবৈধ কার্যকলাপ, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে এই প্রতিশ্রুতিতে সরকার অটল।

বুধবারের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর কথা জানা গেছে।

বিইউ/এএস