নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৫, ০৬:৫০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা ও নেতাদের অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ও এনসিপির নেতৃত্বে ছাত্র-জনতা।
বুধবার (১৬ জুলাই) বিকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নেতৃত্বে কয়েকশ মানুষ জমায়েত হন।
আব্দুল্লাহ আল আমিন ঢাকা মেইলকে বলেন, ‘সারাদেশে আমাদের ব্লকেড কর্মসূচি ছিল। তা প্রত্যাহার করা হয়েছে। তবে আমরা সড়ক অবরোধ না করে এক পাশে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’

উপস্থিত ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সন্ত্রাসীদের হুঁশিয়ার করে স্লোগান জারি রাখছেন। এতে আশপাশের মানুষও জমায়েত দেখতে এসেছেন।
এর আগে এনসিপির পদযাত্রায় গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা করে। পরে সারাদেশে বাংলা ব্লকেড ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তার কয়েক ঘণ্টা পর অবরুদ্ধ এনসিপির নেতারা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছেড়ে এসেছেন। পরবর্তীতে ব্লকেড কর্মসূচি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
পোস্টে তিনি লেখেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।-নাহিদ’
এর আগে বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে সারাদেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এমআর/এএইচ