images

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ।

সোমবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে।

যৌথ বিবৃতিতে সিটিজেন ইনিশিয়েটিভের চেয়ারম্যান ও নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়; কাতারের সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ এবং সেক্রেটারি কলোরাডো স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক তাইয়িব আহমেদ বলেন, ‘সম্প্রতি পুরান ঢাকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার মৃতদেহের ওপর হামলাকারীদের উল্লাস ও নাচের ভয়াবহ দৃশ্য যে কোনো সংবেদনশীল নাগরিককেই গভীরভাবে ব্যথিত ও লজ্জিত করবে। এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সিটিজেন ইনিশিয়েটিভ। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এছাড়া, রাজনৈতিক কোন্দল ও সহিংসতায় ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সারাদেশে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, যা জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী একটি গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। রাজনৈতিক দলসমূহের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসায় গণতান্ত্রিক পদ্ধতির চর্চা নিশ্চিত করার এবং সহিংসতা পরিহার করার জোর আহ্বান জানান তারা। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘সংবাদপত্রের তথ্য অনুসারে, আগস্টের পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডে অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ধরনের ঘটনাপ্রবাহ সারাদেশে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। আমরা স্বীকার করি, গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় সরকার নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন। তবে এক বছর পেরিয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন না ঘটে,  তখন তা সরকারের নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক ব্যর্থতারই প্রতিচ্ছবি বলে বিবেচিত হবে।’

সিটিজেন ইনিশিয়েটিভ রাষ্ট্রের কাছে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জোড় আহ্বান জানাচ্ছে এবং একইসঙ্গে রাজনৈতিক দল এবং জনগণকে সংহতি ও সংযমের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করছে।

উল্লেখ্য, সিটিজেন ইনিশিয়েটিভ দেশ ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সংগঠন। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ক্যাম্পেইন, এই স্লোগানকে সামনে রেখে গত ১২ জুলাই, ২০২৩ সাল থেকে রাজনীতিতে সততা, জবাবদিহিতা, ও গণতান্ত্রিক চর্চা, এবং রাষ্ট্রে ন্যায়বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার প্রয়াসে একটি সিভিল সোসাইটি সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে সিটিজেন ইনিশিয়েটিভ।

এমআর/ইএ