images

জাতীয়

ভোটগ্রহণ কর্মকর্তাদের তদারকিতে ৭ সদস্যের কমিটি গঠন ইসির

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদের সভাপতিত্বে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, প্রশিক্ষণ কার্যক্রম তদারকিতে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, প্রশিক্ষণ ও তদারকির লক্ষ্যে কমিটি গঠন করা হলো। 

কমিটির অন্য সদস্যরা হলেন- ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২), সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন উপসচিব (নির্বাচন পরিচালনা-২)। 

এ কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।

কমিটির কার্যপরিধি:

ক) জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচনি কর্মকর্তা/ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, তদারকি এবং প্রযোজ্য সংশোধন বিষয়াদি;

খ) যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ সংক্রান্ত কার্যাবলি তদারকি;

গ) নির্বাচনি কর্মকর্তা/ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি তদারকি ও সমন্বয়; এবং 

ঘ) প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।

এমএইচএইচ/এএইচ