জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ জুলাই ২০২৫, ০৮:৩১ পিএম
শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই জেলায় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম। আগের ডিসিকে প্রত্যাহারের দুই সপ্তাহ পর এই জেলা নতুন ডিসি পেল।
সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা।
উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুর জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এরআগে এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর পর শরীয়তপুরের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা মোহাম্মদ আশরাফ উদ্দিনকে গত ২১ জুন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হলে এই পদটি শূন্য হয়। সেখানে অন্য একজন কর্মকর্তা রুটিন দায়িত্ব পালন করছিলেন।
বিইউ/এফএ