জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ জুলাই ২০২৫, ১০:০১ এএম
রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি নামে একজনকে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সম্প্রতি রকি নামে একজনকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়। সেই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন।
এমআইকে/জেবি