ঢাকা মেইল ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১২:৫৯ এএম
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর টেলিফোনালাপের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, সোমবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে কথা বলেন। আলোচনায় তাঁরা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
এদিকে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উভয় নেতার মধ্যে প্রায় ১৫ মিনিটব্যাপী ফোনালাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, এ সংলাপ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক ছিল। তিনি বলেন, “এই ফোনালাপের মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ইতিবাচক প্রতিফলন দেখা গেছে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের উচ্চ পর্যায়ের যোগাযোগ অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ এবং আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
/একেবি/