নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম
আগামী ১৫ জুলাই থেকে জাপানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামী মাসের ৮ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ১০ দিন দূতাবাস কর্মকর্তাদের ভোটার নিবন্ধনের কার্যক্রমের বিষয় প্রশিক্ষণ দিতে দেশটিতে একটি প্রতিনিধি দল পাঠাবে সংস্থাটি।
ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, জাপানে এনআইডির কার্যক্রম শুরু করার জন্য চার সদস্যের একটি দল প্রশিক্ষক হিসেবে জাপানে যাচ্ছে। তারা সেখানে দূতাবাসের কর্মকর্তাদের ১০ দিন প্রশিক্ষণ দেবে।
এ দলে রয়েছেন- মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভিদ, প্রোগ্রামার মো. আমিনুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো. আবু তালেব ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।
তিনি বলেন, জাপানের ভোটার কার্যক্রম তদারকি ও উদ্বোধন করার জন্য আগামী ১৩ জুলাই জাপানের উদ্দেশে রওনা করবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ঢাকায় ফিরবেন ১৭ জুলাই।
নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটার করে নিতে ও এনআইডি সরবরাহ করতে ৪০টি দেশে কার্যক্রম সম্প্রসারণের কথা ভাবছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের লোকবলকে কাজে লাগিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমানে নয়টি দেশে এই কার্যক্রম চলমান রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় পরিচালিত কার্যক্রমে ৪৭ হাজারের মতো নাগরিক ভোটার হতে আবেদন করেছেন।
তবে এদের মধ্যে ২২ হাজারের মতো নাগরিককে ভোটার করে নিতে অনুমোদন দিয়েছে ইসি।
এমএইচএইচ/এএইচ