images

জাতীয়

যাত্রাবাড়ীতে ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ জুন ২০২৫, ০৪:৫৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদিন (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

শুক্রবার সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর মাতুয়াইল কোয়ালিটি টিম্বার এন্ড স’মিল এর সামনে অভিযান চালিয়ে জয়নাল আবেদিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

ডিবি সূত্র আরও জানায়, জয়নাল আবেদিন একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/ইএ