নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৫, ০৮:০৪ পিএম
নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তাদের টেবিলে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২ লাখ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে এসব আবেদন ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
সম্প্রতি তৈরি করা ইসির এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুনী কবীর বলেন, ‘আমরা ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি। শুরুর সময় অনিষ্পন্ন আবেদন ছিল তিন লাখ ৭০ হাজার। ক্রাশ প্রোগ্রাম চলা অবস্থায় আরও আবেদন পড়েছে। তখন থেকে সব মিলিয়ে আবেদনের সংখ্যা হচ্ছে পাঁচ লাখ। তবে বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ১ লাখ ৯০ হাজার। বাকিগুলো নিষ্পন্ন করা হয়েছে।’
ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের আগামী ৩০ জুনের মধ্যে আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন এনআইডি ডিজি।
তিনি বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। একদিকে আবেদন নিষ্পত্তি করা হবে, অন্যদিকে নতুন আবেদনও জমা পড়বে। আমরা চেষ্টা করছি, যেন কোনো আবেদন ঝুলে না থাকে।’
বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ১৮ লাখের মতো ভোটার রয়েছে। যার মধ্যে অনেকের এনআইডির তথ্যে ভুল থাকায় তা সংশোধন করতে আবেদন করছেন নাগরিকরা।
এমএইচএইচ/এএইচ