জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ জুন ২০২৫, ০৫:৪১ পিএম
বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট।
মঙ্গলবার (২৪ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে তাদের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে মানবপাচার, অর্থপাচার ও অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পুলিশের মধ্যে কীভাবে সমন্বয় আরও জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
আইজিপি বাহারুল আলম জানান, এসব অপরাধ দমনে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ পুলিশ। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা সময়ের দাবি।
এ সময় পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম এবং সিআইডির অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ।
সাক্ষাতে উভয়পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলোর এ ধরনের সহযোগিতা প্রশংসিত হয়।
এমআইকে/এইউ