images

জাতীয়

হাজারীবাগে খেলনার গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

২২ জুন ২০২৫, ০৭:৫৭ এএম

রাজধানীর হাজারীবাগে হক ট্যানারির পাশে একটি খেলনার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২১ জুন) রাত ১টা ৪০ মিনিটে এ আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে রাত ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ।

তিনি বলেন, রাজধানীর হাজারীবাগের ট্যানারি গলিতে একটি খেলনার কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। শনিবার রাতে ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট। সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, কারখানাটিতে প্লাস্টিকের বিভিন্ন খেলনা ও আতশবাজি ছিল। এ ছাড়াও ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

/এএস