images

জাতীয়

ঢাকায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কোনাবাড়ীতে গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ জুন ২০২৫, ০৭:০২ পিএম

ঢাকার নবাবগঞ্জে প্রদীপ নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার ঘটনায় হওয়া মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (২০ জুন) রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ। 

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত মনির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক কিনে এনে ঢাকা মহানগরীসহ আন্তঃজেলায় বিক্রি করতেন। 

নিহত প্রদীপ এই মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে ২০১৫ সালে তাকে গলাকেটে হত্যা করে মনির। পরে এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। 

এছাড়া আসামি মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চুরির মামলাসহ অন্যান্য মামলা চলমান আছে।

র‌্যাব আরও জানায়, মামলার পরে পুলিশি তদন্ত শেষে মনিরের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের রায় দেন। 

মনির পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তিনি গ্রেফতার এড়াতে প্রায় এক বছর পলাতক ছিলেন এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/এএইচ